নারী দিবস

১৮৭২ সালের ৩১ মার্চ সেন্ট্‌স্‌ পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন রুশ কমিউনিস্ট বিপ্লবী আলেকজান্দ্রা কল্লোনতাই। প্রথমে মেনশেভিক দলের সদস্য হলেও ১৯১৪ সালে যোগ দেন বলশেভিক দলে। উদার রাজনৈতিক মতাবলম্বী কল্লোনতাই বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিযুক্ত ছিলেন। সমসাময়িক অন্যান্য মার্কসীয় নারীবাদীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ১৯২৩ সালে নিযুক্ত হন সোভিয়েত রাষ্ট্রদূত হিসাবে। উদার নারীবাদী মতাদর্শ তাঁর কাছে ছিল বুর্জোয়া মতাদর্শ। ১৯৫২ সালের ৯ মার্চ, ৭৯ বছর বয়সে তিনি মারা যান।

by অনুবাদ : চন্দন আঢ্য | 08 March, 2023 | 1086 | Tags : Alexandra Kollontai International working women's day International women's day Working women bourgeois feminism liberal feminism socialist feminism